মহানবমী-বাগমারাতে নানা আয়োজনে পালিত

মহানবমী-বাগমারাতে নানা আয়োজনে পালিত

বাগমারা প্রতিনিধিঃশারদীয় দুর্গোৎসবের সোমবার মহানবমী। রাজশাহী বাগমারা উপজেলায় মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে দুর্গা পুজিত হচ্ছেন। ধর্মের গ্লানি ও অধর্ম রোধ, সাধুদের রক্ষা, অসুর বধ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রতি বছর দুর্গতি নাশিনী দেবী দুর্গা ভক্তদের মধ্যে আবির্ভূত হন। একটি মাত্র রাত পর মা দুর্গা আবার ফিরে যাবেন।
রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরে সকাল ১০ টার পর পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেয়া শুরু করেন। দুপুরে অঞ্জলি দেয়া শেষে প্রসাদ বিতরণ করা হয়। ১০৮টি নীলপদ্ম, অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে সব পূজামন্ডপে নবমী বিহিত পূজা সম্পন্ন হবে। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহূতি দেয়া হয়। ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি দিয়ে এ যজ্ঞ সম্পন্ন করা হচ্ছে।
এবার, রাজশাহী জেলা বাগমারা উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে ৮৩টি পূজামন্ডপ।
উল্লেখ্যঃ সনাতন ধর্ম মতে, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। মহানবমীতে ভক্তরা মায়ের কাছে দেশ, জাতি ও বিশ্বের সব জীবের মঙ্গল কামনায় আশীর্বাদ চাইবেন।

More News...

বাগমারায় কালিগঞ্জ বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচণী অফিস উদ্বোধন

বাগমারা ঝিকরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করেন- চেয়ারম্যান রফিকুল ইসলাম