বাগমারা ঝিকরায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিডি চাল বিতরণ করেন চেয়ারম্যান রফিকুল ইসলাম

বাগমারা ঝিকরায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিডি চাল বিতরণ করেন চেয়ারম্যান রফিকুল ইসলাম
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ১৪৩ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর ২০২৩) সকাল ১১ টার সময় ঝিকরা   ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ৯ টি ওয়ার্ডে সর্বমোট ১৪৩ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ- সভাপতি ও ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ রফিকুল ইসলাম।২০২৩-২০২৪ অর্থ বছরে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী দেয়া উপহার ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের প্রত্যেক নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।এ সময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে ঝিকরা  ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবায় নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে। এ সময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন। বিতরণ কালে এসময় আরো উপস্থিত ছিলেন, ঝিকরা ইউনিয়নের সহকারী সচিব মোঃ মানিক মাহমুদ, ইউপির মহিলা সদস্য মোছাঃ নাছিমা বিবি, মোছাঃ মোরশেদা বিবি, মোছাঃ শান্তি বিবি, ইউপি সদস্য- মোঃ কায়েম ফৌজদার, মোঃ আঃ জব্বার চৌবদার, মোঃ ইয়াহিয়া আল- মামুন, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃরফিকুল ইসলামের সুযোগ্য সন্তান- মোঃ ফাইসাল আহমেদ   (সজিব)মোঃ মিলন হোসেন, গ্রাম- পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

More News...

বাগমারায় কালিগঞ্জ বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচণী অফিস উদ্বোধন

বাগমারা ঝিকরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করেন- চেয়ারম্যান রফিকুল ইসলাম