আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে ঝিকরা ইউপি আ,লীগের পথ সভা অনুষ্টিত

আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে ঝিকরা ইউপি আ,লীগের পথ সভা অনুষ্টিত

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীতে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন  জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে ঝিকরা ইউনিয়ন  আ.লীগের পথ সভা অনুষ্ঠিত হয়েছে।   বুধবার(১৮ জানুয়ারী ২০২৩) বিকাল ৩টার সময় উপজেলার ঝিকরা ইউনিয়ন আ.লীগের  দলীয় কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।উক্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের -সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম । সভাপতিত্ব করেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  প্রভেসর আবুল কালাম আজাদ। উক্ত পথ সভা অনুষ্টান পরিচালনা করেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের  সভাপতি দেওয়ান মোসারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে, জাহাঙ্গীর আলম বলেন, আগামী ২৯ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে দশম বারের মত নির্বাচিত সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র জনসভাকে জনসমুদ্রে পরিনত করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলের দল। তাই তৃণমূলের মানুষেরাই এই জনসভার মূল চালিকা শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯ বার মৃত্যুর দুয়ার থেকে মহান আল্লাহর রহমতে ফিরে এসে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন, তা আমাদের কল্পনাতীত। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়।   তিনি আরো বলেন, এক যোগে ৫১০টি সহ  ৫০টি চারতলা মডেল মসজিদ নির্মাণ কাজ শেষে উদ্বোধন-বাংলাদেশের ইতিহাসে বিরল ও আওয়ামীলীগ সরকারের যুগান্তরকারী  পদক্ষেপ.সেই উন্নয়নে জাদুকর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে জনসভা করার আশা ব্যক্ত করেছেন। রাজশাহীবাসীর সৌভাগ্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত হয়ে তাঁর মূল্যবান বক্তব্য পেশ করবেন। ঝিকরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের  সকল স্তরের নেতাকর্মীদেরকে এই জনসভা উপলক্ষ্যে থেকেই নিজ নিজ এলাকায় স্বরব ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা গত ডিসেম্বরে রাজশাহীর মাদ্রাসা ময়দানে যে জনসভা করতে চেয়েছিলেন কার্যতঃ তা ব্যর্থতায় পরিনত হয়েছে। তাদের ডাকে সাধারণ জনগণ সাড়া দেয়নি। নেতাকর্মী নিয়ে মাদ্রাসা মাঠে তিনদিন ব্যাপী রান্নাবান্না করে খেয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। জনগণ তাদের জ্বালাও-পোড়াও রাজনীতি ঘৃনাভরে প্রত্যাখান করেছে। বাংলার মাটিতে আর কোনদিনও এই অপশক্তিকে রাজনীতি করার কোন সুযোগ দিবে না।এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি পোষ্টমাষ্টার মকছেদ আলী,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, দপ্তর-সম্পাদক শফিকুল ইসলাম টুকু, ইউনিয়ন কমিটির সদস্য রাশেদ কবীর, আকরাম হোসেন,সেকেন্দার আলী, আকতার হোসেন বুলবুল, হাবিবুর রহমান,ডাঃ এমদাদুল হক, রেজাউল করিম  বাচ্ছু, শ্রী কুশকুমার ঠাকুর, জেহের আলী, শাহার আলী, সাইদ খাঁ, ফরহাদ হোসেন, আশরাফুল ইসলাম, জালাল উর্দ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুুল ইসলাম, সোহাগ, খোরশেদ আলী, শরিফ উর্দ্দিন, আকরাম হোসেন, ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন, জহরুল ইসলাম, সিরাজুল ইসলাম,মহিলা নেত্রী কুসুম বিবি, সহ- স্থাণীয় নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। সংবাদ প্রের-বাগমারা প্রতিনিধি/মোঃরেজাউল করিম/ রাজশাহী#

More News...

বাগমারায় কালিগঞ্জ বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচণী অফিস উদ্বোধন

বাগমারা ঝিকরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করেন- চেয়ারম্যান রফিকুল ইসলাম