কারও কাছে তিনি মহারাজ, কারও কাছে দাদা। সাধারণ মানুষ থেকে শোবিজ তারকা- সবার কাছে সৌরভ গাঙ্গুলি পরম শ্রদ্ধার একজন মানুষ। কিন্তু কলকাতার আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণকাণ্ডে এক মন্তব্যের জেরে ধিকৃত হচ্ছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।
গত ৯ আগস্ট উত্তর কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। দীর্ঘ কর্মঘণ্টা শেষে ওই দিন রাতে তিনি সেখানে বিশ্রাম নিতে গিয়েছিলেন।
৩১ বছর বয়সী ওই শিক্ষানবিশ নারী চিকিৎসকের মরদেহটি ছিল রক্তাক্ত, শরীরের নানা জায়গায় জখমের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় কলকাতার পাশাপাশি সারা ভারতের চিকিৎসকেরা বিক্ষোভে ফেটে পড়েন। চিকিৎসকদের পাশাপাশি কবি-সাহিত্যিক, অভিনয়শিল্পী ও নানা মাধ্যমের সংস্কৃতিকর্মীরাও এতে যোগ দিচ্ছেন।
নৃশংস এই ঘটনার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় সৌরভ গাঙ্গুলি বলেছিলেন-আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা নারীদের জন্য নিরাপদ। এই ‘দুর্ভাগ্যজনক’ কথাটি স্বাভাবিকভাবে নেননি বিক্ষোভকারিরা। তার ওপর সুর চড়াও করেছেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী ও শ্রীলেখা মিত্র।
সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’ প্রসঙ্গ টেনে ফেসবুকে স্বস্তিকা মুখার্জী লিখেছেন-আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি। যাওয়া হয়নি। আর কোনোদিন যাব না। অ্যাক্সিডেন্টালি যাব না সেটা নয়। নিজের ইচ্ছাতেই যাব না।
অভিনেত্রী আরও লেখেন-ধর্ষণ, খুন কোনো অ্যাক্সিডেন্ট নয়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তো নয়ই। আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ-রেপ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে তারা ইচ্ছে করে করেছে বা করে। জেনে বুঝে করেছে বা করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না। আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসাত্মক ঘটনাকে তুচ্ছ করে না দেখলেই পারতেন।
এর আগে বিক্ষোভে রাস্তায় নেমে শ্রীলেখা মিত্র এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সৌরভকে একহাত নেন। ক্ষুব্ধ হয়ে বলেন- সরি টু সে সৌরভ, আমি সত্যিই দুঃখিত তোমাকে মানুষ দাদাগিরি, ক্রিকেট, মহারাজা আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো! যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তারা মানুষ বলার যোগ্য নয়। তাদের টেনে নিচে নামিয়ে আনা উচিত।
এদিকে সম্প্রতি মেয়ে সানার অফিসের এক অনুষ্ঠানে গিয়ে আবার ধর্ষণ-কাণ্ডে কথা বলেছেন সৌরভ। জানিয়েছেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এ সময় তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।