প্লাস্টিক সার্জারি নিয়ে যা জানালেন জেনিফার লরেন্স

প্লাস্টিক সার্জারি নিয়ে যা জানালেন জেনিফার লরেন্স

কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল, ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স প্লাস্টিক সার্জারি করে বদলেছেন মুখের আদল। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন লরেন্স। প্লাস্টিক সার্জারির গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এভাবে সৌন্দর্য বৃদ্ধি বা বয়স ধরে রাখার পক্ষে নন তিনি। সাধারণ মেকআপই তাঁর জন্য যথেষ্ট।

গত সেপ্টেম্বরে ডিওর ফ্যাশন শোতে যোগ দেন জেনিফার লরেন্স। সেখানে তাঁকে দেখে অনেকের মনে হয়, বদল এসেছে লরেন্সের চেহারায়। বিশেষ করে তাঁর চোখ, ঠোঁট ও নাকের পরিবর্তন নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। সেই থেকে চলছে লরেন্সকে নিয়ে প্লাস্টিক সার্জারির গুঞ্জন। সম্প্রতি দ্য ইন্টারভিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন লরেন্স। কাইলি জেনারের সঙ্গে ওই আলাপে অভিনেত্রী জানান, তাঁর চেহারার এই বদল অস্বাভাবিক কিছু নয়।

মেকআপের সাহায্যে যে সবকিছু ঢাকা যায় সেকথা স্বীকার করেছেন জেনিফার। নিজের পরিবর্তিত লুকের কৃতিত্ব তাঁর মেকআপ শিল্পী হাং ভ্যানগোকে দিয়েছেন। অভিনেত্রী বলেছেন, ‘আমি এটা বিশ্বাস করি, যা মেকআপ কি করতে পারে তা অবিশ্বাস্য, কারণ আমি হাং (ভানগো)-এর সঙ্গে কাজ করি, যিনি ঠোঁটকে ওভারলাইন করেন এবং আমি তাঁকে একজন প্লাস্টিক সার্জন বলি। কারণ আমি তার সাথে কাজ করার পর থেকে গত কয়েক মাসে সবাই মনে করছেন আমার চোখের অস্ত্রোপচার করা হয়েছে।’

লরেন্স বলেন, ‘১৯ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। সেই বয়সে আমি দেখতে কেমন ছিলাম, আর এখন কেমন—সেটা নিয়ে সব সময় তুলনা চলে। যাঁরা তুলনা করেন, তাঁদের বলতে চাই, আমি এখন বড় হয়েছি। বাচ্চাসুলভ ব্যাপারটা আমার চেহারা থেকে চলে গেছে। সবাই ভাবছে, আমি প্লাস্টিক সার্জারি করে নাকের গঠন বদলে ফেলেছি। সেটা একেবারেই সত্যি নয়।’

জেনিফার লরেন্স জানান, অস্ত্রোপচার করে কোনো অঙ্গপ্রত্যঙ্গ বদলের ইচ্ছা তাঁর কখনো ছিল না। এখনো নেই

More News...

ভিক্টোরিয়া মিস ইউনিভার্সের মুকুট জিতলেন

পশ্চিমবঙ্গে স্বস্তিকা-শ্রীলেখার তোপের মুখে সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গে স্বস্তিকা-শ্রীলেখার তোপের মুখে সৌরভ গাঙ্গুলি