দীর্ঘ বিরতির পর চলতি বছর পর্দায় ফেরার ঘোষণা দিয়েছিলেন সোনম কাপুর। তার অভিনীত সর্বশেষ ছবি ‘ব্লাইন্ড’ মুক্তির মাধ্যমেই আবার ফেরার সম্ভাবনা ছিল এই অভিনেত্রীর।
কিন্তু সোনমের এই ছবিটি কিনতে আগ্রহ দেখায়নি কোনো ওটিটি প্ল্যাটফর্ম। মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে ‘ব্লাইন্ড’র শুটিং শেষ করেছিলেন তিনি।
২০১১ সালে মুক্তি পাওয়া একই নামের কোরিয়ান ছবির হিন্দি রিমেক হচ্ছে ‘ব্লাইন্ড’। ২০২০ সালের ডিসেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে শেষ হয় ছবিটির শুটিং। এতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সোনম।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, শিগগিরই ওটিটিতে মুক্তি পাবে ছবিটি। কিন্তু ছবিটি কিনতে আগ্রহ দেখায়নি কোনো প্লাটফর্ম।
জানা গেছে, ওটিটিতে বিক্রির জন্য প্রযোজক ‘ব্লাইন্ড’-এর মূল্য নির্ধারণ করেছিলেন ৪০ কোটি রুপি। মূলত এ কারণেই ছবিটি কিনতে আগ্রহ দেখায়নি কেউ।