মেয়েকে নিয়ে বাড়িতে ফিরলেন আলিয়া-রণবীর

মেয়েকে নিয়ে বাড়িতে ফিরলেন আলিয়া-রণবীর

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (১০ নভেম্বর) সকালে আলিয়া-রণবীরের কন্যা বাড়িতে ফিরেছে।

এনডিটিভির প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

আজ সকালেই আলিয়া ও মেয়েকে নিতে হাসপাতালে পৌঁছে যান রণবীর। সঙ্গে ছিলেন তার মা নীতু কাপুরও। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ির পথে রওনা দেন তারা। আর হাসপাতাল থেকে বের হওয়ার সময় এবং বাড়িতে প্রবেশের মুখেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন আলিয়া ও রণবীর।

গাড়ির মধ্যে থেকে হাত নাড়তে দেখা গিয়েছে রণবীরকে। হাসিমুখে সকলকে অভিবাদন জানিয়েছেন আলিয়াও। বাইরে থেকে রণবীর এবং আলিয়াকে পাশাপাশিই বসে থাকতে দেখা গিয়েছে গাড়িতে। রণবীরের কোলেই মেয়ে ছিল বলে অনুমান করা হচ্ছে। কারণ কাচের এ পার থেকে তোয়ালে দেখা গিয়েছে তার কোলে।

রণবীর ও আলিয়ার পিছনের গাড়িতেই ছিলেন নীতু। পুত্রবধূর যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য হাসপাতাল থেকে বাড়ি, আগাগোড়া সঙ্গে ছিলেন তিনি।

উল্লেখ্য, গত রবিবার আলিয়া-রণবীরের কন্যা সন্তান পৃথিবীর আলোর মুখ দেখেন। তবে মেয়ের নাম এখনও জানানি তারা। এমনকি মেয়ের ছবিও প্রকাশ করেননি। তবে মেয়েকে নিয়ে রণবীর যে ভীষণ সংবেদনশীল, তা বোঝা যাচ্ছে।

More News...

ভিক্টোরিয়া মিস ইউনিভার্সের মুকুট জিতলেন

পশ্চিমবঙ্গে স্বস্তিকা-শ্রীলেখার তোপের মুখে সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গে স্বস্তিকা-শ্রীলেখার তোপের মুখে সৌরভ গাঙ্গুলি