মা-বাবার কারণে ভেঙে যায় জাহ্নবীর প্রথম প্রেম

মা-বাবার কারণে ভেঙে যায় জাহ্নবীর প্রথম প্রেম

শ্রীদেবীকন্যা বলিউডের তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুরের ব্যক্তিগত জীবনে একাধিকবার ছড়িয়েছে সম্পর্কের গুঞ্জন। এ ব্যাপারে তিনি কখনো মুখ খোলেননি।

নিজের প্রথম প্রেম নিয়ে কথা বলেন জাহ্নবী। তিনি জানান, রুপালি পর্দায় পা রাখার আগে প্রথম প্রেমের সম্পর্কে জড়ান তিনি। বাবা-মায়ের কারণে তার এ সম্পর্ক ভেঙে যায়। যদিও সেই প্রেমিকের নাম জানাননি অভিনেত্রী।

জাহ্নবী কাপুর বলেন, ‘আমরা গোপনে দেখা করতাম। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু মা-বাবার কারণে এ সম্পর্ক ভেঙে যায়। কারণ তারা এ সম্পর্কের পক্ষে ছিলেন না। মা-বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা-মায়ের বক্তব্য ছিল, তোমার কোনো প্রেমিক থাকবে না। এ বিষয়ে বাবা-মা খুবই রক্ষণশীল দৃষ্টিভঙ্গির ছিলেন। এরপর আমি অনুধাবন করি, একটি সম্পর্কে বাবা-মায়ের গুরুত্ব কতখানি! প্রেমের সম্পর্কে তাদের সম্মতি আত্মবিশ্বাসী করে তুলে এবং সবকিছু সহজ করে দেয়।’

বর্তমানে বি-টাউনে জোর গুঞ্জন, শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে আছেন জাহ্নবী। গত মাসে তারা দুজন একসঙ্গে ভাই অর্জুন কাপুরের বাসায় যান। এছাড়া জাহ্নবীর বাবা বনি কাপুরের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে শিখরকে।

More News...

ভিক্টোরিয়া মিস ইউনিভার্সের মুকুট জিতলেন

পশ্চিমবঙ্গে স্বস্তিকা-শ্রীলেখার তোপের মুখে সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গে স্বস্তিকা-শ্রীলেখার তোপের মুখে সৌরভ গাঙ্গুলি