আমার বাসায় বাজার হয় আপনারা সিনেমা দেখেন বলেই : আরিফিন শুভ

আমার বাসায় বাজার হয় আপনারা সিনেমা দেখেন বলেই : আরিফিন শুভ

বাংলা সিনেমার নিয়মিত দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভ।

দর্শকদের উদ্দেশে আরিফিন শুভর ভাষ্য, ‘আপনারা সিনেমা দেখেন বলে আমার বাসায় বাজার হয়। সুন্দর সুন্দর জামাকাপড় পরে আপনাদের সামনে আসতে পারি। যে মানুষটা কষ্টে উপার্জিত টাকা থেকে ৩০০, ৫০০, ১০০০ টাকা খরচ করে সিনেমা দেখছে সেই টাকায় আমার মতো অনেকের ফ্যামিলি চলছে। সেখান থেকে প্রযোজকরা টাকা পাচ্ছেন। ব্যক্তিগতভাবে আমি এসব দর্শকদের ঠকাতে চাই না।’

১৩ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার প্রচারণায় গিয়ে শনিবার বিকেলে রাজধানীর বনশ্রীতে গিয়ে এসব কথা বলেছেন এই চিত্রনায়ক।

শুভ কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেছেন ‘লাইফ থেকে গুরুত্বপূর্ণ সময় বের করে টাকা খরচ করে গাড়িতে চড়ে সিনেমা দেখতে গিয়ে তারপর এক প্রকার ছারপোকার কামড় খান। সত্যিই বলছি, যদি পারতাম সবার বাড়ি গিয়ে বুকে জড়িয়ে কিছুক্ষণ আপনাদের পাশে বসে থাকতাম।’

‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রস্তুতির সময় জিমে আরিফিন শুভ। ছবি : ইনস্টাগ্রাম থেকে

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা প্রসঙ্গে আরিফিন শুভ বলছেন, ‘ স্পষ্ট করে বলছি যারা আমার উপর আস্থা রেখে ছবিটা দেখতে হলে আসবেন আমি আমার জায়গায় ১০০ পার্সেন্ট করেছি কিনা সেটা আপনারা জাজ করবেন। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি প্রায়ই বলতেন আমরা অস্ত্র ট্রেনিং ছাড়াই যুদ্ধে জিতেছি। তেমনি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছুই নাই। বিশ্বাস করেন, অদম্য ইচ্ছেশক্তি দিয়ে আমরা করেই যাচ্ছি।’

আরিফিন শুভর পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। পরিচালনা করেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

More News...

ভিক্টোরিয়া মিস ইউনিভার্সের মুকুট জিতলেন

পশ্চিমবঙ্গে স্বস্তিকা-শ্রীলেখার তোপের মুখে সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গে স্বস্তিকা-শ্রীলেখার তোপের মুখে সৌরভ গাঙ্গুলি