পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ৭ সন্ত্রাসী

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ৭ সন্ত্রাসী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে ৭ সন্ত্রাসী নিহত হয়েছে। রবিবার এই ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছে। সম্প্রতি দেশটিতে সেনাবাহিনীর উপর ব্যাপক হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক মুখপাত্র, আইএসপিআর। তাদের দাবি, উরসুন এলাকায় আত্মগোপনে থাকা চরমপন্থিদের সন্ধানে চালানো হয় তল্লাশি অভিযান। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

এই অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। কারণ চরমপন্থি সংগঠনগুলোর অপ-তৎপরতায় অতিষ্ঠ সাধারণ জনগণ।

বুধবার থেকে সীমান্তবর্তী চিত্রাল জেলায় অসন্তোষ ছড়ায়। দুটি নিরাপত্তা চৌকিতে চালানো হয় হামলা। এতে প্রাণ হারান চার সেনাসদস্য। যার দায় স্বীকার করে নিয়েছে কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন ‘তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি।

More News...

সরাসরি বিতর্কে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প

গাজায় নিহতদের ৫৬ শতাংশ নারী ও শিশু: জাতিসংঘ