বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়টি বুধবার (১৩ নভেম্বর) কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘আমরা বিশ্ব ইজতেমার পূর্ববর্তী বছরগুলোর তারিখ ধরে প্রথমে আমাদের ভর্তি পরীক্ষার তারিখ দিয়েছিলাম।
কিন্তু এখন এই সময়ের মধ্যে ইজতেমার তারিখ পড়ার কারণে আমরা শুধু বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়েছি।’
তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব থাকায় সে সময়ের পরীক্ষাটি পেছানো হয়েছে। ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন প্রায় ৭০ হাজার পরীক্ষার্থীকে ঢাকার বিভিন্ন জায়গায় যেতে হতো।
ইজতেমা থাকবে বলে তারা ঠিকমতো পরীক্ষার কেন্দ্রে যেতে পারবে না। সে জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা পেছানো হয়েছে।