নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম লোকমান আলী মন্ডল (৪৫)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা আজরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী মন্ডলের ছেলে। গত বৃহস্পতিবার (৭ই মার্চ ২০২৪ ) সকাল ১০টার দিকে রাজশাহীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মতিহার থানার ওসি শেখ মোঃ মোবারক পারভেজ জানান, সকালে বাগমারা থেকে সিএনজি অটোরিকশায় চড়ে রাজশাহী শহরে আসছিলেন লোকমান আলী মন্ডল। পথে খড়খড়ি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকমান আলী মন্ডল ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হন।
ওসি জানান, আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত লোকমান আলীর মরদেহটিও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা করা হয়েছে। মহুরম লোকমান আলী মন্ডলের জানাযার নামাজ রাত ৭ টার সময় নিজ বাড়ির উত্তর ও পুর্ব দিকে মাঠে জানাযায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।