রাজধানীতে মো. সেন্টু ওরফে শাকিল (৩২) নামের এক যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ জুন) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার ৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. সেন্টু বলেন, বছিলার গরুর হাট থেকে কোরবানির গরু কিনে বাসায় যাচ্ছিলাম। এ সময় একটি টেম্পোতে করে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত আমার গতিরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আহত হয়ে রাস্তায় পড়ে যাই। পরে তারা গরু নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।