প্রতিবন্ধীদের জন্য সুখবর দিলেন পলক

প্রতিবন্ধীদের জন্য সুখবর দিলেন পলক

দেশের প্রতিবন্ধীদের জন্য সুখবর দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিবন্ধী চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে নতুন প্রকল্প আসছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার দেশের আইটি ও হাইটেক পার্কে থাকা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী কর্মী নিয়োগ বাধ্যতামূলক করতে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের প্রত্যেকটি হাইটেক পার্ক, সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্কে ও প্রত্যেকটি কোম্পানিকে অত্যন্ত একজন করে হলেও প্রতিবন্ধীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

অনুষ্ঠানে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান বলেন, প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ও তাদের চাকরির ব্যবস্থা করে দেবে এ ধরনের এনজিওদের কাছে যে ফরেন ডোনেশন আসবে, সরকার তা দ্রুত ছাড় করার ব্যবস্থা করবে।

এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা জানালেন সরকারের নীতিনির্ধারকরা।

এবারের মেলায় তথ্যপ্রযুক্তি ভিত্তিক ৫৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

More News...

তথ্য উপদেষ্টা বিটিভিকে যে পরামর্শ দিলেন তথ্য উপদেষ্টা বিটিভিকে যে পরামর্শ দিলেন

নতুন ‘সৌরজগতের’ সন্ধান নতুন ‘সৌরজগতের’ সন্ধান