ইওহান বুসে বাংলালিংকের নতুন সিইও

ইওহান বুসে বাংলালিংকের নতুন সিইও
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ইওহান বুসেকে আজ সোমবার নিয়োগের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন। আগামী ৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে ইওহান সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। তার ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে টেলিকম খাতে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে।