পৃথিবীর সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল। নিলামে অঢেল অর্থ খরচ করে ক্রিকেটারদের কিনে থাকে দলগুলো। বড় তারকাদের বেলায় নিলাম টেবিলে জমে ওঠে লড়াই। আগামী আইপিএলের নিলাম মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে।
নিলামে সানরাইজার্স হায়দরাবাদের টেবিলে বসে থাকা এই রহস্যময়ী হলেন কাব্য মারান। তার সুন্দর চেহারার পাশাপাশি আরেকটি কারণে আলোচনায় আসেন। সেটি হচ্ছে নিলাম টেবিলে উল্টাপাল্টা দাম হাঁকানোর জন্য। বেশ কয়েকবার তিনি অচেনা খেলোয়াড়দের বেলায় অহেতুক দাম হাঁকান। যদিও, শেষ পর্যন্ত তাদের কেনেনি হায়দরাবাদ। তবে, প্যাট কামিন্সকে কেনার ক্ষেত্রেও কয়েকবার দাম হাঁকিয়েছেন কাব্য। কামিন্সকে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে হায়দরাবাদ।
কিন্তু, কাব্যর উল্টাপাল্টা দাম বলা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। তিনি মূলত সানরাইজার্স হায়দরাবাদের মালিক কালানিধি মারানের মেয়ে। বয়স ৩০। দলের মালিকপক্ষের একজন হিসেবেই নিলামে টেবিলে তার উপস্থিতি। যা টেবিলে সুন্দরীর আগমনে সৌন্দর্য বাড়ালেও, ক্ষেত্রবিশেষে দলের অর্থের অনর্থ করে দেয়।