ইউক্রেনের দুই বৃহত্তম শহর খারকিভ এবং কিয়েভে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।
মেয়র ইহর তেরেখভ তার টেলিগ্রাম বার্তা চ্যানেলে বলেছেন, শহরের ওসনোভিয়ানস্কি জেলায় রাশিয়ার বোমাবর্ষণে মঙ্গলবার মধ্যরাতের পর খারকিভে চারজন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে খারকিভে রুশ বোমা হামলার পরে ডারজপ্রম ভবনের বেশির ভাগ অংশ ভেঙে গেছে। খবর: রয়টার্সের।
ইউক্রেনে প্রায় প্রতিরাতেই ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, আগের রাতে প্রায় ৪৮টি ড্রোন দিয়ে হামলা করা হয়। তারমধ্যে ২৬টি তারা বিধ্বস্ত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে খারকিভের মেয়র ইহোর টেরেকোভ জানিয়েছেন, মঙ্গলবার মাঝরাতে শহরের ওসনোভিয়ানস্কি এলাকায় বোমাহামলা চালায় রাশিয়া। এতে চারজন প্রাণ হারিয়েছেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো জানিয়েছেন, বিধ্বস্ত ড্রোনের ভাঙা টুকরোর আঘাতে চারজন আহত হয়েছেন। তাদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া হামলায় একটি আবাসিক ভবন ও একাধিক গাড়িতে আগুন ধরে যায়।
কর্তৃপক্ষ বলেছে, রুশ ড্রোন হামলা প্রতিরোধে সক্রিয় ছিল ইউক্রেনের বিমান বাহিনী। বিধ্বস্ত ড্রোনের ভাঙা অংশ কিয়েভের পশ্চিমাঞ্চলীয় সোভিয়াটোশিনস্কিতে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় আড়াই বছরের যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।