ডিম নিক্ষেপ ও ধাওয়া সাবেক মন্ত্রী সাবের হোসেনের ওপর

ডিম নিক্ষেপ ও ধাওয়া সাবেক মন্ত্রী সাবের হোসেনের ওপর
টি.এ.কে আজাদঃ  সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ওপর পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের প্রটোকল ভেঙে তার ওপর হামলার চেষ্টা করেছে উত্তেজিত জনতা। পরে ধাওয়া খেয়ে দৌড়ে তিনি হাজতখানায় আশ্রয় নেন।এদিন বিকেল ৩টা ৫৪ মিনিটে নিরাপত্তা প্রহরায় সাবের হোসেনকে আদালতে তোলার সময় জনতা তার ফাঁসি চেয়ে স্লোগান দেয়। এ সময় তাকে উদ্দেশ্য করে একাধিক পচা ডিম নিক্ষেপ করা হয়। পরে রিমান্ড শুনানি শেষে সাড়ে বিকেল ৪টার দিকে তাকে আদালত থেকে হাজতখানার উদ্দেশে নিচে নামানো হয় তাকে। তখন সিএমএম আদালত ভবনের সামনে পৌঁছামাত্র উত্তেজিত জনতা ফের ডিম নিক্ষেপ করে।এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। এমনকি সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সাবের হোসেনের পেছন থেকে একজনকে চড় মারতেও দেখা যায়। এ সময় পুলিশসহ আসামিরা দৌড়ে সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করেন। প্রসঙ্গত, গুলি করে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।