বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ

বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ  দীর্ঘ ১৭ বছর পর সারা দেশের ন্যায়  রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর ২০২৪)  বিকেলে পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব  মাওলানা মোঃ সামসুল হক সুরা ও কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী  রাজশাহী জেলা পশ্চিম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক বাংলাদেশ জামায়াত ইসলামী নেতা ডা: আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদ অধ্যাপক অহিদুল ইসলাম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ভবানীগঞ্জ পৌর সভাপতি আশরাফুল ইসলাম আশিক, বাংলাদেশ জামায়াতে ইসলামি ভবানীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল গাফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ইদ্রিস আলী,আবু বক্কর সিদ্দিক, হাফেজ মোঃ জহুরুন ইসলাম প্রমুখ।
উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।