ডেঙ্গু কেড়ে নিল ৮০ প্রাণ, সেপ্টেম্বরে

ডেঙ্গু কেড়ে নিল ৮০ প্রাণ, সেপ্টেম্বরে
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো এক হাজার ১৫২ জন।

এ নিয়ে গেল সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৮ হাজার ৯৭ জন, এই সময়ে রোগটিতে মারা গেছে ৮০ জন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৯৩৮ জন। এদের মধ্যে মারা গেছে ১৬৩ জন।