আন্ডারডগ হয়েই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে ইংল্যান্ড। সাম্প্রতিক পারফরম্যান্সে প্রতিপক্ষ স্পেনের চেয়ে শক্তি-সামর্থ্যে বেশ পিছিয়ে ফুটবলের জনকরা। তবে একটি দিক থেকে এগিয়ে তারা। সেটা হলো স্পেনের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে। ফাইনালের আগে এই পরিসংখ্যান হতে পারে থ্রি লায়ন্সদের আত্মবিশ্বাসের রসদ।
এখন পর্যন্ত ২৭ বার দেখা হয়েছে ইংল্যান্ড এবং স্পেনের। ইংল্যান্ড জিতেছে ১৩ ম্যাচে, স্পেনের জয় ১০টি। ড্র হয়েছে ৪ ম্যাচ। আজ রবিবার রাতে (১৪ জুলাই) দীর্ঘ ছয় বছর পর দেখা হবে দুই দলের। তারা সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮ উয়েফা নেশন্স লিগে। ওই বছর ১৫ অক্টোবর স্পেনের বিপক্ষে পাঁচ গোলের থ্রিলার ৩-১ ব্যবধানে জিতেছিল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।
এক নজরে স্পেন-ইংল্যান্ডের সবশেষ পাঁচ সাক্ষাৎ
১৫ অক্টোবর ২০১৮: স্পেন ২-৩ ইংল্যান্ড (উয়েফা নেশন্স লিগ)
৮ সেপ্টেম্বর ২০১৮: ইংল্যান্ড ১-২ স্পেন (উয়েফা নেশন্স লিগ)
১৫ নভেম্বর ২০১৬: ইংল্যান্ড ২-২ স্পেন (প্রীতি ম্যাচ)
১৩ নভেম্বর ২০১৫: স্পেন ২-০ ইংল্যান্ড (প্রীতি ম্যাচ)
১২ নভেম্বর ২০১১: ইংল্যান্ড ১-০ স্পেন (প্রীতি ম্যাচ)