স্পেন-ফ্রান্স ফাইনালের মিশনে মুখোমুখি

স্পেন-ফ্রান্স ফাইনালের মিশনে মুখোমুখি

স্প্যানিশ ফুটবলের দাপট চলছে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্টে ফ্রান্স টিকে আছে ভাগ্যের জোরে। এমনই দুই দলের মুখোমুখি লড়াই হবে। ফাইনালে চোখ রেখে লড়বে স্পেন এবং ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোর প্রথম সেমিফাইনালটি। খেলা হবে বায়ার্ন মিউনিখের বিখ্যাত মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।

চলমান টুর্নামেন্টে শতভাগ জয়ের রেকর্ড রেখে সেমিফাইনালে স্পেন। চলমান আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ গোলও তাদের। স্প্যানিশদের দারুণ ছন্দে গ্রুপ পর্বে বিদায় ঘন্টা বাজে ক্রোয়েশিয়ার। সবশেষ কোয়ার্টার ফাইনাল স্বাগতিক জার্মানিকে বিদায় করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এক কথায়, অপ্রতিরোধ্য হয়েছে স্পেন।

 

অপরদিকে ধুঁকতে ধুঁকতে এতদূর এগিয়েছে ফ্রান্স। আশ্চর্যের বিষয় হলো, ২০২৪ ইউরোতে লম্বা পথ পাড়ি দিলেও এখন অবধি মাত্র ১টি গোল করতে পেরেছে ফরাসিরা। সেটাও এসেছে পেনাল্টি থেকে! প্রতিপক্ষের গোলমুখে কিলিয়ান এমবাপ্পে-আতোয়ান গ্রিজম্যানদের বেশ অচেনায় মনে হয়েছে ফ্রান্সের আগের পাঁচ ম্যাচে।

আসর জুড়ে এমবাপ্পের অফ-ফর্ম বেশ ভোগাচ্ছে ফ্রান্সকে। তারপরও এমবাপ্পেকে নিয়ে সতর্ক ফুয়েন্তে। স্পেন কোচ বলেছেন, ‘সে হয়তো এখন একটু কম ছন্দে আছে কিন্তু কিলিয়ান এমবাপ্পের ৫০ ভাগও যেকোনো ফুটবলারের ১০০ ভাগের সমান। সে এমন একজন খেলোয়াড় যে যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাছাড়া ফ্রান্স দলে আরও কিছু ভালো খেলোয়াড় রয়েছে।’

অপরদিকে সমালোচকদের একহাত নিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ফরাসি কিংবদন্তি বলেছেন, ‘যদি আপনি বিরক্ত বোধ করেন, তাহলে অন্য ম্যাচ দেখুন। আপনার ফ্রান্সের খেলা দেখার দরকার নেই। মনে রাখতে হবে, এটা বিশেষ একটি ইউরো। এটা সবার জন্য কঠিন, এখানে কম গোল হচ্ছে। অতীতে এমনটা দেখা যায়নি।’