যুক্তরাষ্ট্রে চলছে ক্রিকেট বিশ্বকাপ। মার্কিন মুলুকে চলমান টুর্নামেন্টের শেষ ম্যাচটি হবে আগামী ১৬ জুন। এরপর সেখানে বসবে কোপা আমেরিকার আসর। লাতিন আমেরিকার সবচেয়ে বড় এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ২১ জুন। এই ইভেন্টকে সামনে রেখে একত্রিত হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আপাতত প্রস্তুতির অভিযানে ঝাঁপিয়ে পড়বে লা আলবিসেলেস্তেরা। খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ৯ জুন শিকাগোতে তাদের সূচি ইকুয়েডরের বিপক্ষে। পাঁচদিন পর ওয়াশিংটনে গুয়াতেমালার মুখোমুখি হবে। প্রস্তুতি মিশনে থাকবেন লিওনেল মেসি। আজ সোমবার (৩ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বজয়ী কোচ বলেছেন, ‘সুখবর হলো মেসি তার দলে (ইন্টার মায়ামি) ধারাবাহিকতা ধরে রেখেছে, বিশেষ করে ইনজুরির পর। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সে মাঠে এখন আরও বেশি সময় থাকে। আমরা তাকে পুরোপুরি ফিট দেখছি। সে আগামীকাল অনুশীলনের জন্য স্কোয়াডে যোগ দেবে।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়েই শুরু হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা।