সরাসরি বিতর্কে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প

সরাসরি বিতর্কে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প

সামনে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবার দু’টি বিতর্কে মুখোমুখি হবেন।

আগামী ২৭ জুন এবং ১০ সেপ্টেম্বর দুই জনের সম্মতিতে বিতর্ক দু’টি অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাইডেন এই বিতর্কের কথা জানিয়েছেন। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, প্রস্তাবিত দুটি বিতর্কে অংশ নেয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। বাইডেনকে সবচেয়ে বাজে বিতার্কিক বলেছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, তাদের আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিতর্কটির আয়োজন করছে সংবাদমাধ্যম এবিসি। আগামী ১০ সেপ্টেম্বর এ বিতর্ক অনুষ্ঠিত হবে।