দেশের মানুষের কথা বলতে গিয়ে বারবার জেলে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলতে পারা আওয়ামী লীগের অবদান।
শহীদ ভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসেই ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।’ ‘২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলতে পারা আওয়ামী লীগের অবদান।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিহাস বিকৃত করা একশ্রেণির মজ্জাগত সমস্যা, তারাই দেশের ক্ষতি করছে।’