বাগমারা প্রতিনিধিঃ আগামী ৭ই জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বাগমারা -৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার(২৭ ডিসেম্বর ২০২৩) বিকেলে উপজেলার ঝিকর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্যে রাখেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আঃ জলিল মাষ্টার, বাগমারা উপজেলা যুবলীগের সহ- সভাপতি আঃ রশিদ সরকার, বাগমারা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম মীর।
উক্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মোসারফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ ছামাদ প্রামানিক এর পরিচালনায় উক্ত অনুষ্টানে উপস্তিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ মকছেদ আলী, সহ- সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ হাবিবুর রহমান, ইউপি সদস্য মোঃ কায়েম ফৌজদার, মোঃ ইয়াহিয়া আল- মামুন, মোঃ মোবারক হোসেন, মোঃ আতাউর রহমান, মোঃ খয়রুল আলম শেখ, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ আশাদুল ইসলাম, মোঃ আকতার হোসেন বুলবুল, মোঃ রেজাউল করিম বাচ্ছু,মোঃ হাফিজুর রহমান, মোঃ রেজাউল করিম, মোঃ রমজান আলী, মোঃ শাহার আলী, আবু সাইদ খাঁ, মোঃ ডাঃ এমদাদুল হক, মোঃ আতাউর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান, আবু বক্কর সির্দ্দিক, মোঃ রমজান আলী, মোঃ মোজাফর হোসেন, মোঃ খাদেম আলী, মোঃ ফাইনাল আহমেদ (সজিব), মোঃ মিলন হোসেন, মোঃ আমিনুল হক, প্রমুখ। উক্ত পথসভায় বাগমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আঃ জলিল মাষ্টার বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশ কোন পরিবার সরকারী অনুদান পাইনি কেউ বলতে পারবেনা, আওয়ামীলীগ সরকার আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, মাতৃকালীন ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি, প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, মাদ্রাসায় বিনামূল্য বই বিতরণ, আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের কথা বললে শেষ হবে না। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত রাজশাহী -৫৫ বাগমারা-৪ আসনে তাহেরপুর পৌরসভার তিনবারের সফল মেয়র ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে আহবান জানান।