বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। নব দিগন্তে কোনো বিদেশি শক্তি এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলার জনগণ বঙ্গবন্ধু কন্যার পাশে আছেন।
শুক্রবার রাতে মিরপুরে দারুস সালাম থানার অন্তর্গত বাগবাড়ী উত্তর পাড়া এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিখিল বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যার হাতে বাংলাদেশের জনগণ নিরাপদ।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত সকলকে নৌকার পক্ষে জনমত সৃষ্টির জন্য তিনি আহ্বান জানান।
মিরপুর-দারুসসালাম থানার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলি আশ্রাফ ইফতেখারের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজী মো. বশির উদ্দীন, ৪ নং ইউনিট সভাপতি আল আমিন, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পী, ১০ নং ইউনিট সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, কাউন্দিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল, দারুস সালাম থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাজেরা সুলতানা বিউটি ও সাধারণ সম্পাদক মালা রানী, ৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার ও সাধারণ সম্পাদক আয়েশা বেগম এবং জাতীয় শ্রমিক লীগ কাউন্দিয়া ইউনিয়নের সভাপতি মো. শাহ জাহানসহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।