সড়কে কোনো ধরনের যানবাহনই আর বিমা ছাড়া চলাচল করতে পারবে না। বিমা ছাড়া চললে তিন হাজার টাকা পর্যন্ত গুনতে হবে জরিমানা। এ ছাড়া পুলিশ চাইলে মামলাও করতে পারবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আইন সংশোধন হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। সড়কে যানবাহনের মধ্যে মোটরসাইকেল, যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ও অফিশিয়াল গাড়ি ও ট্রাকসহ সব ধরনের মোটরযানেরই বিমা করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সোমবার এ সংক্রান্ত এক চিঠি পাঠিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে।
বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলব। এরপর বাকি পদক্ষেপ নেয়া হবে।’
আগে সড়কে যান চলাচলে বিমা করা বাধ্যতামূলক ছিল। তবে ২০১৮ সালে আইন করে তা তুলে দেওয়া হয়। গত ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বিমা ছাড়া যাতে কোনো যানবাহন চলাচল করতে না পারে, সে জন্য নির্দেশনা দেন।