স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন টি.এ.কে আজাদ

স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন টি.এ.কে আজাদ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর অবদান শীর্ষক সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সাক্ষাৎকারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউজ ফেয়ার গ্রুপের সম্পাদক জনাব টি.এ.কে আজাদ।

সাক্ষাৎকারে টি.এ.কে আজাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তার নেতৃত্বে লাল-সবুজের পতাকা, ভূখন্ড ও বাঙ্গালির স্বাধীনতার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। ৩০ লাখ শহীদদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বধীন হয়েছে। বর্তমান ছাত্র ও যুব সমাজ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

More News...

ইসির জেলা কর্মকর্তাদের এনআইডি সংশোধনের ক্ষমতা বাড়ল

পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ