মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইতোমধ্যেই সাহাবুদ্দিন চুপ্পুর গুলশানের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন সংস্থার লোকজনদেরও তার বাসভবনের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়াও বাসা সংলগ্ন সড়কেও যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে (ইসি) সরকারদলীয় প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার সময় ইসিতে যান চুপ্পু। এরপরই তার গুলশানের বাসা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।
এদিকে, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শেষে এই তথ্য জানান তিনি।
সচিব জানান, রাষ্ট্রপতির নির্বাচনের জন্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নামে দুটি মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন দুটি আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই করা হবে।
জাহাংগীর আলম জানান, দুটি মনোনয়নপত্রের একটির প্রস্তাবক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অন্যটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
ইসি সচিব বলেন, সকাল ১১টায় একটি ও ১১টা ৫ মিনিটে অপর একটি মনোনয়ন জমা পড়ে। আগামীকাল সোমবার দুটি মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রত্যাহার শেষে রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, আইন অনুযায়ী একই ব্যক্তির নামে সর্বোচ্চ তিনটি মনোনয়নপত্র জমা দেওয়া যেতে পারে।
আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। তবে সংবিধান অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ না নেওয়া পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি নিজ পদে বহাল থাকবেন। সে হিসেবে শপথের আগ পর্যন্ত সাহাবুদ্দিন চুপ্পু গুলশানের বাসায় থাকবেন।
এদিকে, রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর সাহাবুদ্দিন চুপ্পুর গুলশান অফিসে নানা শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তার জন্মস্থান পাবনাতেও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।