বাংলাদেশে এসে ‘ব্লেন্ডার’ পুরস্কার পেয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার!

বাংলাদেশে এসে ‘ব্লেন্ডার’ পুরস্কার পেয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার!

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পেশাদারিত্বের অভাব নতুন কোনো ঘটনা নয়। ফুটবল-অ্যাথলেটিক্স তো বটেই, এমনকী ক্রিকেটেও আছে পেশাদারিত্বের অভাব। সম্প্রতি সম্প্রতি বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর তাতে লাথি মেরে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন স্পনসর কম্পানির পক্ষ থেকে একটি ব্লেন্ডার!

এই ২০২২ সালে খেলাপাগল একটি দেশে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ব্লেন্ডার দেওয়া হয়- এটা ভাবতেও অবাক লাগে! বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে বইছে তীব্র নিন্দা আর সমালোচনার ঝড়।

 

বডিবিল্ডার জাহিদ হাসান শুভর পাশে দাঁড়াচ্ছেন সবাই। তবে এটাই প্রথম নয়, এর আগেও পুরস্কার হিসেবে ব্লেন্ডার দিয়ে আলোচনায় এসেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আজ থেকে ৯ বছর আগে ২০১৩ সালে ঘটেছিল সেই ঘটনা। 

সেবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের হয়ে খেলতে এসেছিলেন ইংলিশ ব্যাটার লুক রাইট।  ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন ব্লেন্ডার! সেই ব্লেন্ডার পাওয়ার ছবি তিনি ফেসবুকে পোস্ট করলে ক্রিকেটবিশ্বে তুমুল সমালোচনার জন্ম হয়। উদ্ভট পুরস্কার পেয়ে বিস্মিত রাইট ক্যাপশনে লিখেছিলেন, ‘আবাহনীর হয়ে প্রথম ম্যাচ জিতে আনন্দিত। তবে বলতেই হচ্ছে এর আগে কখনো ম্যাচ সেরা হয়ে ব্লেন্ডার পাইনি। ‘

More News...

আর্সেনালের ড্র, শিরোপা উৎসবের অপেক্ষায় লিভারপুল

২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি