বাগমারা ঝিকরায় টিসিবি’র পণ্য বিক্র‍য় কার্যক্রমের উদ্বোধন

বাগমারা ঝিকরায় টিসিবি’র পণ্য বিক্র‍য় কার্যক্রমের উদ্বোধন

বাগমারা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন পর্যায়ে ভর্তুকি মূল্য নিম্ন আয়ের মানুষের নিকট সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার(৩০ অক্টোবর ২০২২ ) সকাল ১০ টায় ঝিকরা  ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন-করেন ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ রফিকুল ইসলাম। ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ  সম্পাদক মোঃ মানিক প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরা ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার কৃৃষি উপ-সহকারী জনাব মোঃ ইমাম হাসান  মুুক্তা, ইউপি সচিব মোঃ মক্তাদিরুল ইসলাম সোহাগ, সহকারী সচিব মোঃ মানিক উল্লা. -মোঃ আমিনুল মাষ্টার, ইউনিয়ন তথ্যসেবা কেন্দের পরিচালক মোঃ মুুুনজুরুল ইসলাম ,ইউপি সদস্য মোঃ কায়েম ফৌজদার, আঃ জব্বার চৌবদার,মোঃ পরেশ  উল্ল্যা, মোঃ  মকলেছুর রহমান, মোঃ মোবারক হোসেন, মোঃ ইয়াহিয়া আল- মামুন, মোঃ আঃ রহিম মন্ডল, মহিলা সদস্য নাছিমা বিবি, শান্তি বিবি, মোরশেদা বিবি, মোঃ মিলন হোসেন, মোঃ রইচ উর্দ্দিন ঝিকরা ক্যাম্পের পুলিশ সদস্য ও গ্রাম- পুলিশ সদস্য,ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগ, সহ টিসিবির ক্রেতা ও বিক্রেতা বৃন্দ। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে ইউনিয়নে সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী তাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করেছে ঝিকরা ইউনিয়ন পরিষদ।

১২নং ঝিকরা ইউনিয়নের ফ্যামিলি কার্ডের আওতায় ১হাজার ১শত ৪৮ জন পরিবারকে টিসিবি পন্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয়েছে।
ডিলার বেলাল ট্রেডাস ঝিকরা ইউনিয়নে টিসিবি পন্য সরবরাহ করবেন।ডিলার বেলাল জানান, বরাদ্দের পরিমাণ ৪০৫ টাকার একটি প্যাকেজে প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তৈল, ৫৫ টাকা দামে ১ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল পাবেন।

More News...

হাসনাত আবদুল্লাহ জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন

রাতেই ২০ লাখ ডিম বিক্রি করবেন উৎপাদকেরা তেজগাঁও ও কাপ্তান বাজারে রাতেই ২০ লাখ ডিম বিক্রি করবেন উৎপাদকেরা তেজগাঁও ও কাপ্তান বাজারে