যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইউক্রেন। চুক্তিটি এখন রাশিয়ার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে তা যুদ্ধরত পক্ষগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে রাশিয়ার প্রতিক্রিয়া এবং চুক্তির কার্যকারিতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
এদিকে মস্কোর ওপর ইউক্রেনের বিশাল ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।