৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন

৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন

আগামী ৩০ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সময় সকল কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা।

বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর।

তিনি আরও জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আফিস নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।

প্রসঙ্গত, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন গত ২ জুন মৃত্যুবরণ করেন। গত ৪ জুন আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আফছারুল আমীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মন্ত্রীও ছিলেন। ২০২০ সাল থেকে ফুসফুসে ক্যানসার ধরা পড়লে দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন।

More News...

দেশবাসী ও সমর্থকদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তারেক রহমান

জনগণের নির্বাচিত সরকার না হলে কোনো খাতে সংস্কার সম্ভব নয়: তারেক রহমান