কোপা আমেরিকার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই মঞ্চে ইকুয়েডর কখনো পায়নি শিরোপার স্বাদ। এই পরিসংখ্যান বলছে, দুই দলের শক্তি-সামর্থ্যে পার্থক্য কতটা। শুধু মাত্র পরিংসখ্যান নয়, সাম্প্রতিক পারফরম্যান্সেও পিছিয়ে থেকে শুক্রবার (৫ জুলাই) আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডর।
টেক্সাসের হিউস্টনে এনআপজি স্টেডিয়ামে সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। দুই দলের লড়াইয়ের মধ্য দিয়ে মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম সংস্করণের কোয়ার্টার ফাইনাল পর্ব। গ্রুপ পর্বে তিন ম্যাচের প্রতিটি জিতে নকআউট পর্ব নিশ্চিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইকুয়েডর ১টি করে জয়-হার-ড্রয়ে ৪ পয়েন্টে কোনো রকমে নাম লিখিয়েছে সেরা আটে।
ফুটবলে ৪১তম বারের মতো মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইকুয়েডর। আর্জেন্টিনার জয় ২৪টি, ইকুয়েডরের ১১টি। ড্র হয়েছে ৫ ম্যাচ। শুক্রবার নকআউট ম্যাচে লিওনেল মেসিকে পাওয়া নিয়ে শঙ্কায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে দলের সেরা অস্ত্রকে পেতে ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করবেন তিনি।