বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চিনির দাম আর বাড়বে না, যে অবস্থায় রয়েছে এতে করে আর দাম বাড়বে না। চিনি পুরোটাই আমদানিনির্ভর। ডলারের দাম কমলে চিনির দামও কমানো যায়। যেহেতু এখন ডলারের দাম স্থিতিশীল রয়েছে, তাই চিনির দাম আর বাড়বে না। একইসঙ্গে রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ সংকট তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি না এলেও স্বতন্ত্রসহ অন্যান্য অনেক দল অংশ নিয়েছে। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
টিপু মুনশি বলেন, আমার এলাকায় ৯০ শতাংশ রাস্তাঘাটের উন্নতি হয়েছে। স্কুল-কলেজ সব এমপিওভুক্ত হয়েছে। ওখানে ইপিজেড হচ্ছে। আগামীতে সরকার ক্ষমতায় এলে সেখানে ইপিজেডের কার্যক্রম পুরোপুরি চালু করা হবে। এতে অন্তত এক লাখ লোকের কর্মসংস্থান হবে।