রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কটের পর এবার নড়েচড়ে উঠেছে বিসিবি। তাই, জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা পর্ষদ। হঠাৎ উঠা বিতর্কের সমাধান করতে চায় দ্রুত।
বিপিএল আর বিতর্ক; দুটো শব্দই যেন একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যা চলে আসছে সেই প্রথম আসর থেকে এখন পর্যন্ত। দ্বাদশ আসরে এসেও তার ব্যতিক্রম হয়নি।
বিপিএল শুরুর অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এক টাকাও পারিশ্রমিক পাননি রাজশাহীর ক্রিকেটাররা। ফলে বুধবার (১৫ জানুয়ারি) আনুষ্ঠানিক অনুশীলন বর্জন করেন তারা। হুমকি দিয়েছেন ম্যাচ বয়কটেরও।
এমতবস্থায় জরুরি মিটিং ডেকেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। সন্ধ্যায় জুম মিটিংয়ে বসবেন বিসিবির কর্তাব্যক্তিরা। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া মিটিংয়ে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বাকিরা।
তবে শুধু রাজশাহী নয়, আরো বেশ কয়েকটি দলের বিরুদ্ধে পারিশ্রমিক সঠিকভাবে বণ্টন না করার অভিযোগ উঠেছে। যেখানে নাম এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালেরও।