ক্রিকেটারদের বিশ্বকাপের টাকা না পাওয়ার বিষয়টা আজ মিরপুরে জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত।
ক্রিকেটারদের বিশ্বকাপের টাকা না পাওয়ার বিষয়টা আজ মিরপুরে জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত।
গত অক্টোবর-নভেম্বরে হওয়া বিশ্বকাপে অবশ্য হতাশা উপহার দিয়েছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। ৯ ম্যাচ খেলে মাত্র ২ জয় পায় বাংলাদেশ। হেরেছে বাকি ৭টিতেই। তবে পারফরম্যান্স ভালো না হলেও অংশগ্রহণের প্রাইজমানি পেয়েছে বাংলাদেশ।
বিসিবিতে ঘটে যাওয়া অন্যান্য বৈষম্যের কথাও তুলে ধরেছেন দেবব্রত। তিনি বলেছেন,‘ ‘আম্পায়ার্স কমিটিসহ ক্রিকেট বোর্ড তারা যে ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব ছিল…। এরপরও আমি যেটা বললাম, ক্রিকেটে একটা ভদ্রলোকের খেলা। কিন্তু কোনো প্রকার ভদ্র আচরণ এখানে ছিল না। আম্পায়ার ডিপার্টমেন্টে আগের চেয়ারম্যান দেখেন বর্তমান দেখেন আজকে মোর্শেদ আলী খান ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে। আমরা কি জানি সে এখনো পর্যন্ত বিসিবির চুক্তিতে এ নেই। এমন একটা বৈষম্যের শিকার করা, এগুলো কখনো হতে পারে না।’