বিশ্বকাপের আগেই সুখবর পাচ্ছেন টাইগাররা

বিশ্বকাপের আগেই সুখবর পাচ্ছেন টাইগাররা

চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আর বিশ্বকাপ শুরুর আগেই জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সুখবরের ইঙ্গিত দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় সাড়ে তিন বছর পর ম্যাচ ফি বাড়তে যাচ্ছে টাইগারদের।

মঙ্গলবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনূস।

তিনি বলেন, ‘আমরা চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর পরিকল্পনা করেছি। আগামী বোর্ড সভায় এটি নিয়ে আলোচনা করা হবে। এরপর আমরা জানিয়ে দেব কি পরিমাণে বাড়ছে ওদের ম্যাচ ফি।’

জানা গেছে এবারে ক্রিকেটারদের ম্যাচ ফি ৬০ শতাংশের বেশি বাড়তে পারে। আর তিন ফরম্যাটের ফিই বাড়বে।

সেই মোতাবেক ওয়ানডের ম্যাচ ফি বেড়ে দাঁড়াতে পারে ৫ লাখ টাকা। টেস্ট ৬ লাখ থেকে হতে পারে ৮ লাখ আর টি-টোয়েন্টির ম্যাচ ফি এক লাখ বেড়ে হতে পারে ৩ লাখ টাকা।

এর আগে ২০১২ সালে টেস্ট ম্যাচের জন্য ক্রিকেটারদের দেওয়া হতো দেড় লাখ টাকা। ২০১৩ সালে সেটিকে বাড়িয়ে করা হয় দুই লাখ টাকা। পরের বছর টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ ফিও বাড়ানো হয়।

২০১৭ সালে টেস্ট ম্যাচের পারিশ্রমিক বাড়িয়ে ৩ লাখ টাকা করে বোর্ড।

সবশেষ ২০২০ সালের জানুয়ারিতে টেস্টের জন্য ৬ লাখ, ওয়ানডের জন্য ৩ লাখ টাকা ও টি-টোয়েন্টির ম্যাচ ফি ২ লাখ টাকা নির্ধারণ করেছিল বিসিবি।

More News...

১৯-০ গোলে বাংলাদেশকে হারাল চীন

ফিফা মেসির ক্লাবকে রাখতে চায় ক্লাব বিশ্বকাপে