বাগমারা বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলীর ইন্তেকাল

বাগমারা বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলীর ইন্তেকাল

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার গুনিয়াডাঙ্গা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী   বুধবার (১২ ই ফেব্রুয়ারী ২০২৫) সকাল ১১ টা ৩০ মিনিট সময় রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৪) বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফছার আলী মোল্লা, ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ ফৌজদার, ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম প্রামাণিক, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম. সহ বীর মুক্তিযোদ্ধা  শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ- সহ এলাকার সচেতন মানুষ। বীর মুক্তিযোদ্ধা মরহুম মকছেদ আলীর নামাজের জানাযা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় গুনিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।