নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রামের বাসিন্দার ও ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহরম আমিনুল হক এর তৃতীয় পুত্র ও মোঃ আবুল কালাম আজাদের জামাই ও ভাতিজা এজাজুল হক সোহাগ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন কান্সার রোগে ভুগছিলেন। রবিবার ১২ জানুয়ারী ২০২৫ দুপুর ১টায় তিনি ঢাকা ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৪৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,সহ আত্বীয়-স্বজন রেখে গেছেন।
সোমবার বাদ যোহর দুপুর ২ টা ৬ মিনিটে মরুগ্রাম নিজ বাড়িতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও ঝিকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুজামান (রতন) ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ শোকাহত পরিাবরের প্রতি সমবেদনা জানিয়েছেন।