বাগমারা ঝিকরা ইউনিয়নে ভি জি ডি কার্ডের চাউল প্রদান

বাগমারা ঝিকরা ইউনিয়নে ভি জি ডি কার্ডের চাউল প্রদান

বাগমারা প্রতিনিধিঃ
বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা যিনি মানবতার প্রতীক,গরিব দুঃখী অসহায় মানুষের এক মাত্র অবলম্বন তারই প্রতিদান ভি জি ডি কার্ডের আওতাধীন বৃহস্পতিবার (২০ অক্টোবর ২০২২) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে চাউল বিতরণ করা হয়।  ভি জি ডি কার্ডের আওতায় প্রত‍্যেক জন কে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়,মোট ১৪৩ জনকে। এই চাউল বিষয় বিধবা মোছাঃ আখেজা বিবি কে জিঙ্গাসা করলে তিনি বলেন এই চাউল আমার জীবন রক্ষা করে আমার সংসারে কাজ করার মানুষ নেই,আমি মানুষের বাড়ি কাজ করে খাই আর প্রতি মাসে এই ভি জি ডি কার্ডের চাউল দিয়ে আমার জীবন রক্ষা করি। তিনি আরও বলেন আমার মমতা ময়ী মা শেখ হাসিনাকে জানাই হাজার সালাম আল্লাহ্ তাকে জেন হায়াত দান করেন। উক্ত ভি জি ডি কার্ডের চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন ১২নং ঝিকরা ইউনিয়নের সুনাম ধন‍্য চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম বলেন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে বেচেঁ থাকব। আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া আল- মামুন  তিনিও বলেন আমি যত দিন ঝিকরা ইউনিয়নে সুনাম ধন‍্য চেয়ারম্যান রফিকুল ইসলামের  সাথে থাকব ততদিন গরিব অসহায় গরিব দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করব এবং বঙ্গবন্ধুর আদর্শকে সারা জীবন ধরে রাখব।আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ রহিম মন্ডল, মোঃ মোবারক হোসেন, মহিলা সদস্য নাছিমা বিবি, মোরশেদা বিবি, সহ- গ্রাম- পুলিশ নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।

More News...

উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছেন, নিউজ ফেয়ার সম্পাদক টি.এ.কে আজাদ।