বাগমারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টুর শপথ গ্রহণ

বাগমারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টুর শপথ গ্রহণ
বাগমারা প্রতিনিধিঃরাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু শপথ নিয়েছেন। পাশাপাশি উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ শহীদ উদ্দিন শহীদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কোহিনুর বানু শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১১ জুন ২০২৪ ) দুপুরে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এসব জনপ্রতিনিধিদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ২১ মে বাগমারা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।