বাগমারাপ্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান আলী মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম লোকমান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
বৃহস্পতিবার (৭ই মার্চ ২০২৪) সকাল ১০ টার সময় বাগমারা থেকে সি এনজি অটোরিকশায় চড়ে রাজশাহী শহরে আসছিলেন লোকমান আলী মন্ডল। পথে খড়খড়ি এলাকায় একটি ট্রাষ্ট্ররের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লোকমান আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লোকমান আলী মন্ডলের মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম লোকমান আলী মন্ডল ঝিকরা ইউনিয়নের ঝিকরা আজরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাছ আলী মন্ডলের ছেলে। মৃত্যুকালে লোকমান আলী মন্ডলের বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর।
মরহুম লোকমান আলী মন্ডলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।