বাগমারায় সমাজের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বাগমারায় সমাজের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতাঃ সারা বছরের ন্যায় রাজশাহী জেলার বাগমারা উপজেলায় সমাজের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) উপজেলার ঝিকরা ইউনিয়নের খোর্দ্দঝিনা গ্রামে মোস্তাফিজুর রহমানের বাড়িতে দুপুর ২ টার সময় সমাজের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে খোর্দ্দঝিনার মোঃ আঃ হামিদ সরদারের সভাপতিত্বে ও মোঃ রেজাউল করিম এর পরিচালনায় বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন, মোঃ আক্কাছ আলী মোল্লা, মোঃ ইসমাইল হোসেন, সরদার মোঃ ছলিম উদ্দীন প্রামানিক,মোঃ আঃ রশিদ সরদার, মোঃ সফির উদ্দীন, মদাখালী বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ আফজাল হোসেন (টুকু), মোঃ জহরুল ইসলাম, মোঃ এরশাদ আলী, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ আঃ বারিক, মোঃ জানবক্স কবিরাজ, মোঃ এবাদুল্যা প্রামাণিক, ডাঃ মোঃ এমদাদুল হক, মোঃ রহিদুল ইসলাম, মোঃ আঃ কুর্দ্দস প্রামাণিক, মোঃ দেলবর রহমান, মোঃ মোঃ মতিউর রহমান,মোঃ আশরাফুল ইসলাম, মোঃ বেলাল প্রামাণিক, মোঃ খোদাবক্স প্রামানিক, মোঃ দেলশাদ আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ কালাম মোল্লা,মোঃ কামরুজামান, মোঃ আঃ মালেক সরদার, মোঃ এসফর রহমান, মোঃ বাবুল হাসান, মোঃ রশিদুল ইসলাম সহ -প্রমুখ । এ সময় সমাজের অসহায়, দরিদ্র মানুষের যে কোন বিপদ আপদে সহযোগীতা করার জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান । আগামী বছরে আরো ভাল করে বড় পরিসরে সমাজের বার্ষিক বনভোজন করার আহবান জানান। উক্ত বনভোজনে সমাজের সকল নারী/ পুরুষ সহ-১৭৫ জন বনভোজনে অংশ গ্রহণ করেন।