বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ মাহে রমজান মাস উপলক্ষে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝাড়গ্রাম যুব সমাজ -এর উদ্যোগে ঝাড়গ্রাম বাসীর পরস্পর সহমর্মিতা একতা, একে অপরের প্রতি ভালোবাসা এবং দ্বীনি আমল ও সওয়াব এর আশায় ২য় বার্ষিকী দোয়া ও ইফতার মাহফিলে আয়োজন করছে। মঙ্গলবার (১৮ই মার্চ ২০২৫) উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম যুব সমাজ-এর উদ্যোগে ঝাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্তিত ছিলেন. প্রভাষক, শিক্ষক, যুব সমাজ, সেচ্ছাসেবকরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গরীব অসহায়,বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। ইফতারের পুর্বে যুব সমাজের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন. ঝাড়গ্রাম হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা মোঃ আল-মামুন হোসাইন। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রায় দুই হাজার পাঁচশত রোজাদার ব্যক্তি অংশ গ্রহণ করেন।