আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপ। ২১তম আসরে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে ৩০ দল চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি দুইটি দলের একটি হিসেবে ক্লাব বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি।
তবে কোয়ালিফাই করে নয়, অতিথি দল হিসেবে খেলতে যাচ্ছে ক্লাবটি। ইন্টার মায়ামিকে এই সুবিধা দিতে চাইছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
অতিথি দল হিসবে ইন্টার মিয়ামিকে সুযোগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ফিফা। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে, বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে।
ফিফা অতিথি হিসেবে খেলতে যাওয়া মিয়ামির জন্য কী মানদণ্ড ব্যবহার করবে, তা এখনো স্পষ্ট করেনি। তবে শিগগিরই এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে ফিফা। ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ক্লাব বিশ্বকাপে মিয়ামিকে খেলার জন্য আমন্ত্রণ জানাবে।
ক্লাব বিশ্বকাপে কনকাকাফ অঞ্চল থেকে সুযোগ পায় চার দল।
এরই মধ্যে মনটেরি, লিও, পাচুকা এবং সাউন্ডার্স এই জায়গা দখল করে নিয়েছে। মিয়ামিও সুযোগ পাবে নিয়মিত লিগের চ্যাম্পিয়ন হিসেবে। তবে সেটা যদি না হয়, সে ক্ষেত্রে স্বাগতিক হিসেবে তাদের সুযোগ দেওয়া হবে। বিষয়টি নিয়ে যাতে কোনো ধোঁয়াশা তৈরি না হয় তাই দ্রুতই ইন্টার মায়ামির ক্লাব বিশ্বকাপ খেলার ঘোষণা দেবে ফিফা।
ক্লাব বিশ্বকাপের জন্য ইতোমধ্যে উয়েফার ১২, কনমেবলের ৫ এবং কনকাকাফের ৪টি দলের নাম চূড়ান্ত করেছে ফিফা।
এ ছাড়া সমানসংখ্যাক চারটি করে দল এফসি এবং কাফ থেকে নেওয়া হয়েছে। চূড়ান্ত হওয়া ৩০টি ক্লাবের মধ্যে একটি ক্লাব জায়গা করে নিয়েছে ওশেনিয়া অঞ্চল থেকে।