‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘূর্ণিঝড় সফলভাবে মোকাবিলা করেছি’

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘূর্ণিঝড় সফলভাবে মোকাবিলা করেছি’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ সফলভাবে মোকাবিলা করতে পেরেছি।

সচিবালয়ের নিজ দপ্তরে সোমবার (১৫ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এনামুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে পেরেছি। বিপদ কেটে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে মানুষ যার যার বাড়ি ফিরে গেছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ে অনেক গাছপালা পড়ে গেছে। টেকনাফ এবং সেন্টমার্টিনে দুই হাজারের মতো ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ১০ হাজারের ওপর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন আহত হওয়ায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাওয়াদের জেলা প্রশাসন দেখভাল করছে। যাদের খাবার নাই তাদের খাবার দিচ্ছে।

এ ছাড়া মাঠপর্যায় থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তালিকা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চাহিদা অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

More News...

ইসির জেলা কর্মকর্তাদের এনআইডি সংশোধনের ক্ষমতা বাড়ল

পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ