নতুন দলের ৫ পদ চূড়ান্ত, দলটির নাম হতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’

নতুন দলের ৫ পদ চূড়ান্ত, দলটির নাম হতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। দলটির নাম হতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পোস্টে নতুন দলের নাম নিশ্চিত করেছেন। যার ইংরেজি নাম হবে, National Citizen Party (NCP)।

আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকে পদগুলো চূড়ান্ত হয়।

দলের প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত করা হয়েছে।

তবে যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্যসচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।