কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

সদ্য সমাপ্ত কাতার সফরের সারসংক্ষেপ তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এদিন সংবাদ সম্মেলনের শুরুতে কাতারে এলডিসি ৫ সম্মেলনে যোগদানের অভিজ্ঞতা সংক্ষেপে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতার সফরে যান প্রধানমন্ত্রী। সফর শেষে গত ৮ মার্চ দেশে ফেরেন তিনি।

More News...

ইসির জেলা কর্মকর্তাদের এনআইডি সংশোধনের ক্ষমতা বাড়ল

পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ